বেগম শাহ্খানম ছিলেন নবাব আলিবর্দী খানের ভগিনী ( বোন ) এবং নবাব মীরজাফরের প্রধানা মহিষী । এই বিবাহের ফলে নবাব আলিবর্দীর দ্বারা মীরজাফর ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন । নবাব আলিবর্দী খানের রাজত্বকালে মীর জাফর প্রধান সেনাপতির মুল্যবান পদ অলংকৃত করেছিলেন । নবাব আলিবর্দী বোন শাহ্খানম ও মীর জাফরের জন্য মুর্শিদাবাদ শহরের উত্তর প্রান্তে অবস্থিত জাফরাগঞ্জে একটি অপূর্ব সুন্দর প্রাসাদ তৈরী করে দেন ।বেগম শাহ্খানম স্বামীর সঙ্গে জাফরাগঞ্জ প্রাসাদেই বসবাস করতেন । বেগম শাহ্খানমের এক পুত্র ও এক কন্যা ছিলো । পুত্রের নাম মীর মহম্মদ সাদেক আলি খান ( যিনি ইতিহাসে মীরজাফর পুত্র মীরণ নামেই বেশি পরিচিত ) এবং কন্যার নাম ফতেমা বেগম ( যাঁর সঙ্গে মীর কাশীমের বিবাহ হয়েছিল ,পরবর্তীতে মীর কাশীম নবাব হন । ) । জাফরাগঞ্জ প্রাসাদের পাশেই বেগম শাহ্খানমের খুব সখের সব্জী উদ্যান ছিলো । ১৭৬৬ খ্রিস্টাব্দে বেগম শাহ্খানম মারা যান এবং জাফরাগঞ্জ সব্জী উদ্যানে তাঁকে সমাধিস্থ করা হয় । পরে এটি জাফরাগঞ্জ সমাধিক্ষেত্রে পরিবর্তিত হয় ।
✍ লেখা ও 📷 ছবি : অনিন্দ্য সরকার ।
No comments:
Post a Comment