👉 মুর্শিদাবাদের বিখ্যাত মতিঝিলের কাছে ক্রিস্টফার কেটিং এর শিশু পুত্র ইয়ান কেটিং এর সমাধি ছিলো । সমাধি স্থানটি ঠিক কোন জায়গা , সেটি নির্বাচন করা যায় না । পরবর্তীতে " সমাধিস্থ অঙ্কিত প্রস্তরখানি " মতিঝিলের বিখ্যাত কালা মসজিদ এর দক্ষিণ - পূর্ব কোনে একটি বেদীতে সংরক্ষণ করা হয় । ক্রিস্টফার কেটিং ১৭৭৪ খ্রীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদ টাঁকশালের অধ্যক্ষ হন এবং ১৭৯৪ খ্রীষ্টাব্দে তিনি আপীল আদালতের জজ্ হয়েছিলেন ।
( প্রস্তরখণ্ডে এইরকম লেখা আছে যে , ইয়ান কেটিং ১৭৭৯ খ্রীষ্টাব্দের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৭৮৮ খ্রীষ্টাব্দের ৩ রা মার্চ প্রাণ ত্যাগ করেন । )
💻তথ্য সংগ্রহ, ✍লেখা ও 📷ছবি : অনিন্দ্য সরকার ।
No comments:
Post a Comment