Search This Blog ( এই ব্লগটি অনুসন্ধান করুন )

Friday, 8 March 2019

জীর্ণতার গ্রাসে আজ অতীতের দম্ভ ...... দারাব আলি খান এস্টেট । শহর + থানা + জেলা : মুর্শিদাবাদ ।


👉 পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ে মুর্শিদাবাদের নবাব হারেমে যে খোঁজা প্রহরী থাকতেন, তাদের মধ্যে উচ্চ স্থানীয় কয়েকজনকে তালুক বা জমিদারী স্বত্ব দেওয়া হয়েছিল । সৌভাগ্যবান এই খোঁজা প্রহরী প্রধানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ,

(১) বসন্ত আলি খান (২) নাজীর আলি খান { হাজারদুয়ারি প্রাসাদে ইনার ছবি এখনও দৃশ্যমান } (৩) দারাব আলি খান , ইত্যাদি । এখানে উল্লিখিত ছবি দারাব আলি খান এস্টেট এর ।

💻 তথ্য সংগ্রহ, ✍ লেখা  ও 📷 ছবি : অনিন্দ্য সরকার ।


No comments: