☞☞ প্রাচীন এই মুর্শিদাবাদ জেলার মাটিতে যেন ইতিহাসের গন্ধ মিশে আছে । সেই গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ , পাল যুগ , সেন যুগ , নবাবী আমল তারপর ব্রিটিশ রাজত্বের কতো গুপ্ত হত্যা , স্বরযন্ত্র , যুদ্ধ এবং গৌরবের কাহিনী এই জেলার মাটিতে চাপা পরে আছে । কতো স্থাপত্য , মন্দির , মসজিদ , স্মৃতিস্তম্ভ , প্রাসাদ নির্মিত হয়েছে তার সঠিক হিসেব করা সত্যিই কঠিন । অনেক স্থাপত্য, কালের নিয়মে আজ নিশ্চিহ্ন । অতীত সময়ের গৌরবময় শিল্পকলার প্রমাণ নিয়ে আজও অনেক স্থাপত্য টিকে রয়েছে । বেলডাঙা রেল স্টেশন সংলগ্ন ইউসুফ্ বাবুর বাড়িও এর ব্যতিক্রম নয় । স্থানীয় মানুষের কাছে শোনা যায় যে , জনৈক ইউসুফ্ বাবু কিছুদিন ইংল্যান্ডে বসবাস করেছেন । ইংল্যান্ডে বসবাস করার ফলে ব্রিটিশ স্থাপত্য তাঁকে প্রভাবিত করে । এর ফলে ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে তিনি এই বাড়ি নির্মাণ করেন , বাংলা ১৩২৯ সালে । যদিও স্থানীয় মানুষের কাছে এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই । স্থানীয় মানুষেরা তাঁকে " ইউসুফ্ ঠিকাদার " নামে চেনেন । বর্তমানে এই বাড়ি ওয়াকফ এস্টেটের কার্যালয় ।
✍ লেখা ও 📷 ছবি : অনিন্দ্য সরকার।
No comments:
Post a Comment