Search This Blog ( এই ব্লগটি অনুসন্ধান করুন )

Tuesday, 12 March 2019

ধূপ ঘড়ি বা সূর্য ঘড়ি ............... স্থান : হাজারদুয়ারি প্রাসাদ । শহর : মুর্শিদাবাদ ( লালবাগ ) । থানা : মুর্শিদাবাদ। জেলা : মুর্শিদাবাদ।












💥 সময়ের স্রোতে ভগ্নপ্রায় সময় নির্ধারণ যন্ত্র .........

💥 দিন যায় রাত্রি আসে , সপ্তাহান্তে মাস আসে। এভাবেই বছরের পর বছর অতিবাহিত হয়ে চলে। এভাবেই কতো যুগের পর যুগ পেরিয়ে যায় তার হিসেব হয়তো ক্যালেন্ডারের পাতাতেই পাওয়া সম্ভব । সময় , দিন, বছর, ও যুগের হিসাব রাখা আজকের যুগে সহজ হলেও চিরকাল কিন্তু এমন ছিল না । আজকে আমরা যাকে ঘড়ি হিসেবে চিনি বা জানি তার বিবর্তন কিন্তু হয়ে চলেছে যুগে যুগে। এমনই এক সময় নির্ধারণ যন্ত্র বা ঘড়িই হলো সূর্য ঘড়ি বা ধূপ ঘড়ি । ঊনবিংশ শতকে যে এই ঘড়ির প্রচলন ছিল আমাদের মুর্শিদাবাদের বুকে তার কিছু কিছু প্রমাণ আজও দেখতে পাওয়া যায়। একটি গোলাকার স্তম্ভের উপরে একটি ধাতব দণ্ডের সাহায্যে সূর্যের আলোর ছায়ার মাধ্যমে সময়, দিন , মাস নির্ধারণ করা হতো। বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদের সামান্য দক্ষিণে অবস্থিত এমনই এক সূর্য ঘড়ি অতীত ইতিহাসের স্বাক্ষী হয়ে আজও সগর্বে দাড়িয়ে আছে।

✍ লেখা ও 📷 ছবি : অনিন্দ্য সরকার। 


No comments: