💢 এই সেই ঐতিহাসিক স্থান , নাম তার পলাশী । ঐতিহাসিক এই পলাশী বর্তমানে মুর্শিদাবাদের সীমান্তবর্তী , নদীয়ার একটি গ্রাম মাত্র । ১৭৫৭ খ্রিষ্টাব্দের ২৩ শে জুন এখানেই ঘটে গিয়েছিল সেই ঐতিহাসিক যুদ্ধ । না , ঠিক যুদ্ধ নয় । এ যেন যুদ্ধ যুদ্ধ খেলা । সেই খেলায় দর্শকের ভূমিকায় ছিলেন নবাবের প্রধান সেনাপতি মীরজাফর , রায়দুর্লভ ও আরও কয়েকজন । সেই প্রহসনের যুদ্ধে নবাবের বিশ্বস্তও ছিলেন কয়েকজন এবং তারা হলেন , গোলন্দাজ বাহিনীর প্রধান মীর মদন, সেনাপতি মোহনলাল , বন্দুক বাহিনীর কমান্ডার বাহাদুর আলি খান, গোলন্দাজ বাহিনীর অধিনায়ক নোয়ে সিং হাজারি ও আরও অনেকে । নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে এই বিশ্বস্ত বাহিনী যে স্থান থেকে যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেই স্থানে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে Nadia District Citizens Council এর পক্ষ থেকে ১৯৭২ - ১৯৭৩ খ্রিষ্টাব্দে ।
No comments:
Post a Comment