Search This Blog ( এই ব্লগটি অনুসন্ধান করুন )

Saturday, 27 April 2019

কাশিমবাজার ছোটো রাজবাড়ী।


@ এক সময় জগদ্বিখ্যাত বন্দর কাশিমবাজার ও তৎসংলগ্ন অঞ্চল সমৃদ্ধ হয়েছিল যে সকল রাজ পরিবারের দ্বারা, সেই সকল রাজ পরিবারের মধ্যে অন্যতম ছিল অযোধ্যারাম রায় এর পরিবার। যিনি ছিলেন কাশিমবাজার ছোটো রাজবাড়ীর প্রতিষ্ঠাতা। পরবর্তীতে ১৮৭৮ খ্রীষ্টাব্দে পিতা অন্নদাপ্রসাদ রায়বাহাদুরের অকাল প্রয়াণে এই পরিবারের সপ্তম পুরুষ রাজা আশুতোষ নাথ রায় সমস্ত বিষয় সম্পত্তির মালিক হন। কিন্তু সেই সময় তিনি মাত্র ৪ বছর বয়সের বালক।স্বাভাবিক ভাবেই আইন মোতাবেক তার সকল সম্পত্তি " কোর্ট অব ওয়ার্ডস " এর অধীনে রক্ষিত হয়। অবশেষে তিনি বয়ঃপ্রাপ্ত হলে ১৮৯৮ খ্রীষ্টাব্দে ১ লা মে তারিখে ভারতের তদানিন্তন ভাইসরয় এবং গভর্ণর জেনারেল তাকে রাজা উপাধিতে ভূষিত করে সম্মানীয় " সনদ " প্রদান করেন। এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কাশিমবাজার ছোটো রাজবাড়ীতে। মুর্শিদাবাদের অনেক খ্যাতিমান রাজপুরুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শোভা বর্ধন করেছিলেন। সেই ঐতিহাসিক মুহূর্তে ধারণকৃত একটি আলোকচিত্রেই আজকের এই আলোকপাত। (১) রাজা আশুতোষ নাথ রায়। (২) রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ( কাশিমবাজার বড়ো রাজবাড়ী )। (৩) মুর্শিদাবাদের ভাবি নবাব বাহাদুর স্যার ওয়াসিফ আলী মির্জা। (৪) মুর্শিদাবাদের প্রথম নবাব বাহাদুর হাসান আলী মির্জার দেওয়ান ফজলে রব্বী। 

লেখা : Anindya Sarkar.

No comments: