Search This Blog ( এই ব্লগটি অনুসন্ধান করুন )

Thursday 11 April 2019

হাজারদুয়ারীর একাল ও সেকাল




নবাবি আমলের বড়োকুঠী বা হাল আমলের হাজারদুয়ারী, যে নামেই ডাকা হোক না কেন তা মুর্শিদাবাদে ভ্রমণরত সকল ভ্রমনার্থীদের প্রধান আকর্ষণ। এখানে সংরক্ষিত বিভিন্ন মূল্যবান ঐতিহাসিক প্রত্নসম্পদ এই সংগ্রহশালাকে পৃথিবীর মঞ্চে শ্রেষ্ঠ আসনে স্থাপিত করেছে। যা পৃথিবীর যে কোনো সংগ্রহশালার ঈর্ষার কারণ। কিন্তু এখানে ভ্রমণরত পর্যটকদের কৌতূহলী মনের অনেক প্রশ্ন, প্রশ্নই রয়ে যায়। এরপর তারা বাড়ি ফিরে যান এই অজস্র প্রশ্নের কিছু ধোঁয়াশা ভরা উত্তর নিয়েই। যেমন, কেমন ছিলো এই প্রাসাদে বসবাসকারী নবাবদের বিভিন্ন অলংকার ও ব্যবহারকৃত বিভিন্ন উপকরণ। নবাবদের ব্যবহারকৃত বিভিন্ন উপকরণ হয়তো এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে ঠিকই, কিন্তু কোনো অলংকার নেই। বিখ্যাত ঐতিহাসিক শ্রী পূর্ণ চন্দ্র মজুমদার তার " Tha Musnud of Murshidabad " গ্রন্থে এমনই একটি অলংকারের ছবি প্রকাশ করেছিলেন। এই বিখ্যাত ছবিই আজকের বিষয়। উক্ত ছবিতে অলংকারের পাশাপাশি কয়েকটি তরবারী দেখা যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নবাব মীরজাফরের ব্যবহৃত একটি তরবারী। যেটি ছবির একেবারে বাম পাশে আছে এবং উক্ত তরবারীর হাতলটি সম্পূর্ণ হাতির দাঁতে তৈরী । এছাড়াও উক্ত হাতলে সোনার জালির কারুকার্য চোখে পড়ে। তবে উক্ত তরবারীটি দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই তরবারীটি বর্তমানে কোলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সযত্নে সংরক্ষণ করা আছে।
তথ্য সংগ্রহ ও লেখা : Anindya Sarkar. 

No comments: