💢১৯৩৭ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ পদাধিকারী মিস্টার আর. এম. রাইট্ মুর্শিদাবাদ ভ্রমণে এসেছিলেন । সেই উপলক্ষ্যে শ্রীপত সিংহ কলেজের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীপত সিংহ দূগড় একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নিজের বাগানবাড়ি কাঠগোলা প্রাসাদে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক সম্মানীয় অতিথিগণ । সেই উপলক্ষ্যে কাঠগোলা প্রাসাদের সামনে ধারণ করা এই ঐতিহাসিক ও মূল্যবান ছবি।
ছবি : প্রথম সারিতে বসে আছেন , বাম দিক থেকে তৃতীয় - শ্রী শ্রীপত সিংহ দূগড়, চতুর্থ - মিস্টার আর. এম. রাইট্ ও সপ্তম বা শেষ - আজিমগেঞ্জর জমিদার নির্মল কুমার সিংহ নওলক্ষা।
No comments:
Post a Comment